প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২০
ডেক্স রিপোর্টঃ কুলাউড়া থানা পুলিশ সোমবার দিবাগত রাতে রাজনগর থানা এলাকায় ্এক অভিযান চালিয়ে রাহাত আহমদ সিপার নামে সাজাপ্রাপ্ত ১ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে।
থানাসুত্রে জানা যায়, কুলাউড়া থানার ওসি মোঃ ইয়ারদৌস হাসানের নেতৃত্বে ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তীসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগতরাতে রাজনগর উপজেলার মুন্সিবাজার এলাকায় এক অভিযান পরিচালনা করে ১ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী রাহাত আহমদ সিপারকে তার এক আত্মীয়ের বাড়ী থেকে গ্রেফতার করেন। ওসি জানান রাহাত আহমদ সিপার কুলাউড়া উপজেলাধীন ঘাগটিয়া নিবাসী হাজী সায়েস্তা মিয়ার ছেলে ও গ্রেফতারকৃত আসামীকে মঙ্গলবার মৌলভীবাজার কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।