প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২০
অনি চৌধুরী :: মৌলভীবাজারের কুলাউড়া- জুড়ী রোডের আছুরিঘাট এলাকায় একটি প্রাইভেট কার দুর্ঘটনায় ঘটনাস্থলে ২ মহিলা যাত্রী নিহত ও কার চালক আহত হয়েছেন।
জানা গেছে, কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের ভুইগাও গ্রামের তোফায়েল আহমদ চৌধুরী নিজে প্রাইভেট কার চালিয়ে জুড়ী থেকে সোমবার সন্ধার পর তার ভাবী গুলজার আহমদ চৌধুরীর স্ত্রী শিউলি আক্তার (৬০) ও অপর ভাবী নুর আহমদ চৌধুরী বুলবুলের স্ত্রী সোচেনা আক্তার ডলি (৫০) কে নিয়ে কুলাউড়া আসার পথে পথিমধ্যে আছুরিঘাট এলাকায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়।
দূর্ঘটনার খবর পেয়ে কুলাউড়া ফায়ার ব্রিগেড ও স্থানীয় জনতা আহতদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত ডাক্তার মহিলা দুজনকে নিহত ঘোষণা করেন ও কার চালক তোফায়েলকে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন।