৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কুলাউড়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে জরিমানা

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট ঃ মৌলভীবাজার জেলা জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে সোমবার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় ৩ টি ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও বিক্রয়ের জন্য নিষিদ্ধ সেম্পল ঔষধ বিক্রয়,অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি,খাদ্য পণ্যের সাথে ক্ষতিকর রং মিশিয়ে বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে পীরের বাজারের মল্লিক ফার্মেসীকে ৫ শত টাকা,জনপ্রিয় ফার্মেসীকে ৪ হাজার টাকা ও কটারকোনা বাজারের হাসান হোটেলকে ৩ হাজার টাকাসহ মোট ৭ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়। অভিযানে কুলাউড়া উপজেলা সেনিটারী ইন্সপেক্টার জসিম উদ্দিন আহমেদ,কুলাউড়া থানার এসআই তপনসহ পুলিশ ফোর্স অংশ গ্রহন করে।

632 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন