১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

কুলাউড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মোবাশ্বির আটক

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট :: কুলাউড়া থানা পুলিশ মোবাশ্বির আলী (৪০) নামে আন্তঃজেলা ডাকাত দলের ১ সদস্যকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা যায়,কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান এর নেতৃত্ব এবং ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী,এসআই কানাই লাল চক্রবর্তী,সনক কান্তি দাস,রিয়াদুল ইসলাম ও আলমগির হোসেনসহ সঙ্গীয় ফোর্স রোববার দিবাগত রাত ৩টার দিকে সীমান্তবর্তী শরীফপুর এলাকায় এক অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে। ডাকাত মোবাশ্বির কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের বাগজুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। সে কুখ্যাত ডাকাত বলে এলাকাবাসীর দাবী।
কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, আটক মোবাশ্বির আলীর বিরুদ্ধে থানায় ৪ টি ডাকাতি মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সে আন্তঃজেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। তাকে সোমবার মৌলভীবাজার কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে ওসি জানান।

983 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন