প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২০
অনি চৌধুরীঃ কুলাউড়া উপজেলাধীন রাঙ্গিছড়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আয়োজনে শনিবার বিকেলে রাঙ্গিছড়া বাজারে অনুষ্টিত কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথি কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর বলেছেন সকলের সহযোগিতায় যেমনিভাবে পুলিশ জঙ্গী দমনে সফল হয়েছে তেমনিভাবে সবার সহযোগিতায় মাদক ও সন্ত্রাস দমনে সফল হবে। তিনি শীত মৌসুমে ডাকাতের উপদ্রবের কথা উল্লেখ করে বলেন স্ব-স্ব এলাকার জনপ্রতিনিধিসহ এলাকাবাসীর সহযোগিতা ও সচেতনতায় পুলিশ ডাকাত দমনেও সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বিভিন্ন মামলার ওয়ারেন্টের আসামীদের কথা উল্লেখ করে বলেন এখন থেকে বিভিন্ন হাট-বাজারসহ জনসমাগম স্থানে মামলার ওয়ারেন্টের আসামীদের নামের তালিকা ঝুলিয়ে রাখা হবে। এসব আসামীদের পুলিশের গ্রেফতার এড়ানোর স্বার্থে কোর্টে হাজির হয়ে জামিনের সুযোগ নেয়ার আহ্বান জানান।
‘মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এ শ্লোগানকে সামনে রেখে কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান এম এ রহমান আতিক এর সভাপতিত্বে ও আব্দুস সালাম ফুল এর পরিচালনায় অনুষ্টিত কমিউনিটি পুলিশিং সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান,ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী,বিশিষ্ট আওয়ামীলীগ নেতা নবাব আলী ওয়াজেদ খান বাবু,কুলাউড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শাহজাহান,কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী,এসআই আব্দুর রহিম জিবান,ইউপি মেম্বার সাইদুল ইসলাম ও মুহিব আহমদ, রাঙ্গিছড়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শেখ রুহেল,ইউনিয়ন আ’লীগ সম্পাদক আপ্তাব আলী,সমাজসেবী মুহিবুল ইসলাম আজাদ ও এডঃ আব্দুস সালাম,আদিবাসী নেত্রী বাবলী তালাং,ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আয়মান রাসেল প্রমুখ। অনুষ্টানে বাজারের সর্বস্তরের ব্যবসায়ীসহ গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। পরে রাঙ্গিছড়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।