৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়া সরকারি কলেজের সহকারি অধ্যাপক ফাতেমা বেগমের বিদায় সংবর্ধনা

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান সহকারি অধ্যাপক ফাতেমা বেগম এর অবসরজনিত বিদায়ী সংবর্ধনা মঙ্গলবার প্রদান করা হয়েছে। কলেজের বাংলা বিভাগের ¯œাতক শিক্ষার্থীদের আয়োজনে কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজলের সভাপতিত্বে ও বাংলা বিভাগের শিক্ষার্থী তাহমদি খাঁন শাওন এবং জোবেদা খানম কলির যৌথ সঞ্চালনায় অনুষ্টিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি একেএম সফি আহমদ সলমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান,অর্থনীতি বিভাগের প্রভাষক মোঃ জমসেদ খাঁন,জীববিজ্ঞান বিভাগের প্রদর্শক সিপার আহমদ,বাংলা বিভাগের প্রভাষক খালেদ আহমদ,ঝুমা চক্রবর্তী,মৃদুল লাল দে, সাংবাদিক এস আলম সুমন,কলেজের প্রাক্তণ ছাত্র ও সংবাদকর্মী মাহফুজ শাকিল। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের সিনিয়র ছাত্র মিজানুর রহমান মিজান,হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাজুল ইসলাম তুহিন,বাংলা বিভাগের শিক্ষার্থী আব্দুল মোক্তাদির,বাবর আহমদ। মানপত্র পাঠ করেন কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী মারুফা আক্তার।
সংবর্ধিত অতিথির বক্তব্যে বিদায়ী সহকারী অধ্যাপক ফাতেমা বেগম বলেন, বাংলা বিভাগের শিক্ষার্থীদের আয়োজন আমাকে মুগ্ধ করেছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি আলোকিত ভবিষ্যতের প্রত্যাশা ব্যক্ত করে বলেন তোমরা মানুষের মতো মানুষ হলে আমার শিক্ষকতা জীবন স্বার্থক হবে। উল্লেখ্য, ফাতেমা বেগম কুলাউড়া সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রাক্তণ সহকারী অধ্যাপক ওয়াহিদ উদ্দিন আহমদের সহধর্মিনী। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে ১৯৮৬ সালে চাকুরী জীবনে প্রবেশ করে বড়লেখা সরকারি কলেজে প্রভাষক হিসেবে দীর্ঘদিন চাকুরী করেন। পরবর্তীতে ২০১২ সালে কুলাউড়া সরকারি কলেজে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর অবসর গ্রহণ করেন।

939 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন