প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২০
অনি চৌধুরীঃ সিলেট বিভাগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার ও প্রয়োগের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ বিভাগ হিসেবে মনোনীত হয়েছে।
৩য় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯ উদযাপনের অংশ হিসেবে শ্রেষ্ঠ বিভাগের স্বীকৃতিস্বরূপ ৮ জানুয়ারি বুধবার ঢাকা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট বিভাগীয় কমিশনার মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ এর হাতে শ্রেষ্ঠ বিভাগের পুরস্কার তুলে দেবেন বলে কমিশনার অফিসসুত্রে জানা গেছে। বুধবার সকাল ১০টা থেকে উক্ত অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করা হবে।
উল্লেখ্য সিলেটের কৃতি বিভাগীয় কমিশনার মোঃ মোস্তাফিজুর রহমান, পিএএ ইতিপূর্বে তিনবার প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেছেন। এরমধ্যে প্রাথমিক শিক্ষা এবং আমার বাড়ী আমার খামার প্রকল্পে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে দু’বার এবং ডিজিটাল যশোর জেলা বিনির্মাণের স্বীকৃতিস্বরূপ জনপ্রশাসন পদক হিসেবে একবার পুরস্কার গ্রহণ করেন।