প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২০
অনি চৌধুরীঃ বাংলাদেশ রেলওয়ের নতুন ওয়ার্কিং টাইম টেবিলে আগামী ১০ জানুয়ারি থেকে সিলেট-ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুলাউড়া উপজেলাধীন ‘বরমচাল রেল ষ্টেশনে’ ৩টি আন্তঃনগর ট্রেনের ষ্টপেজ দেয়া হয়েছে। গত বছরের ২৩ জুন রাতে বরমচাল রেল ষ্টেশন সংলগ্ন ব্রীজে সংঘটিত ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় হতাহতের পর থেকে এলাকাবাসীর পক্ষ থেকে কুলাউড়া উপজেলাধীন বরমচাল রেল ষ্টেশনে আন্তঃনগর ট্রেনের ষ্টপেজ দেয়ার জোরালো দাবীর প্রেক্ষিতে রেল মন্ত্রনালয় অবশেষে রেলওয়ের নতুন ওয়ার্কিং টাইম টেবিলে বরমচাল রেল ষ্টেশনে আন্তঃনগর উপবন,পাহাড়িকা ও উদয়নসহ ৩টি ট্রেনের ২ মিনিট করে ষ্টপেজ দেয়ার কার্যকর ব্যবস্থা গ্রহন করেছে। তবে ঢাকা-সিলেট রুটের উপবন আসা যাওয়ার পথে ষ্টপেজ থাকবে এবং পাহাড়িকা ট্রেন সিলেট থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ও উদয়ন ট্রেন চট্টগ্রাম থেকে সিলেট যাওয়ার পথে বরমচাল ষ্টেশনে ষ্টপেজ থাকবে না বলে রেলসুত্রে জানা গেছে।
নতুন ওয়ার্কিং টাইম টেবিলে ঢাকা-সিলেট রুটের উপবন ঢাকা থেকে সিলেট আসার পথে বরমচাল রেল ষ্টেশনে রাত ৩টায় পৌছবে ও সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে উপবন রাত ১২-৩১ মিনিটে পৌছবে। অপরদিকে সিলেট-চট্টগ্রাম রেলপথের পাহাড়িকা চ্ট্গ্রাম থেকে সিলেট যাওয়ার পথে বিকেল ৪-২৪ মিনিটে এবং সিলেট থেকে উদয়ন ট্রেন চট্টগ্রাম যাওয়ার পথে রাত ১০-৪০ মিনিটে বরমচাল রেল ষ্টেশনে পৌছবে।