১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

কুলাউড়ায় রক্তদান যুব সমাজ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

কুলাউড়ায় রক্তদান যুব সমাজ ফাউন্ডেশন কুলাউড়া উপজেলা শাখার আয়োজনে ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সাধারন সম্পাদক খন্দকার আব্দুল করিম নিপুর সার্বিক সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

(৪ জানুয়ারী) শনিবার সকাল ১০ থেকে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের রাউৎগাঁও স্কুল এন্ড কলেজে স্কুল হলরুমে অনুষ্ঠিত হয়।

রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জামালের সভাপতিত্বে ও রক্তদান যুব সমাজ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম জুয়েলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সাধারন সম্পাদক খন্দকার আব্দুল করিম নিপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া বিআরডিবির ভাইস চেয়ারম্যান সাংবাদিক তাজুল ইসলাম,রাউৎগাঁও স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন,সহকারী প্রধান শিক্ষিকা বিলকিস বানু,স্কুল গর্ভনিং বডির সদস্য আব্দুল মতিন মতি,রাউৎগাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফাহাদ আলম তোফায়েল, কুলাউড়া উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, রক্তদান যুব সমাজ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি এম রাসেল, রক্তদান যুব সমাজ ফাউন্ডেশন কুলাউড়া উপজেলা শাখার সভাপতি আহমেদ হোসেন জামাল, সমাজ সেবক খন্দকার টিপু, আহমদ,নিরাপদ স্বাস্থ্য রক্ষা আন্দোলন এর সভাপতি আলিম উদ্দিন, হৃদয়ে কমলগঞ্জ রক্তদান সংগঠনের আহবায়ক কমিটির সদস্য তোফায়েল,মোহাম্মদ আশরাফ, আহমদ,আব্দুস সামাদ তানভীর,সাদিয়া আক্তার,জেমসি আক্তার, তওহিদুল ইসলাম তায়েফ, শুভ রহমান অলিদ, লোবান আহমদ প্রমুখ।

উল্লেখ্য, ৪ শতাধিক লোকের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।

657 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন