১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সুলতান মনসুর

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

অনি চৌধুরী :: দীর্ঘ ১১ বছর পর ছাত্রলীগের কোনো অনুষ্ঠানে ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী জননেত্রী,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দাওয়াত পেলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ।

শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের আয়োজিত পুর্ণমিলনী অনুষ্ঠানে তিনি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন।

সুলতান মনসুর ১৯৬৮ সালে স্কুল ছাত্রলীগের সভাপতি, পরে মহকুমা ছাত্রলীগের সহ সম্পাদক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের কনিষ্ঠ সদস্য, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি, ডাকসুর ভিপি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে ৭৫ পরবর্তী মুক্তিযুদ্ধের স্বপক্ষের প্রথম বিজয় এনেছিলেন।

ডাকসু ভবনে তৎকালীন বাস্তবতায় নিষিদ্ধ বঙ্গবন্ধুর ছবি উত্তোলন করেছিলেন। প্রতিক্রিয়াশীল দের বাধা অপেক্ষা করে গর্জে উঠে বলেছিলেন পিতা মুজিবের ছবি নামাতে হলে সুলতান মনসুরের লাশের উপর দিয়ে যেতে হবে। আর তাই বঙ্গবন্ধু কে না দেখা প্রজন্ম তাকে নাম দিয়েছে বঙ্গবন্ধুর মানসপুত্র।

উল্লেখ্য, বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব দানকারী ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। বাংলা, বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়।

1275 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন