৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কুলাউড়ায় অবসরজনিত বিদায়ী ৩ শিক্ষকদের সংবর্ধনা

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

কুলাউড়ায় আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত অবসরজনিত বিদায়ী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । গতকাল ১লা জানুয়ারী বুধবার আলী আমজদ উচ্চ বিদ্যালয় মাঠে বেলা ১ ঘটিকায় উক্ত বিদ্যালয়ের অবসরজনিত বিদায়ী ৩ শিক্ষকদের বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে । বিদ্যালয় ও কলজের অধ্যক্ষ আব্দুল কাদিরের সভাপতিত্বে ও শসাংক শেখরের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলাউড়ার সাবেক এমপি নবাব আলী আব্বাস খান । এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলার নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী । উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা মধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার ,১২ নং পৃথিমপাশা ইউনিয়নের চেয়ারম্যান নবাব আলী বাকর খান ,কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা সমিতির সাধারন সম্পাদক আব্দুল মতিন , আলী সাজ্জাদ , সাংবাদিক আজিজুল ইসলাম , নব অবসরজনিত শিক্ষক শেখ মোঃ আব্দুছ ছামাদ ,সুজিত রঞ্জন দে ও মানিক লাল দেব ও আলী আমজাদ উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন । এসময় নবঅবসরজনিত ৩ বিদায়ী শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয় । উক্ত সভায় ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী বলেন, “শুধু ভাল ছাত্র-ছাত্রী হলেই চলবে না, সকলকে দেশপ্রেমিক হতে হবে। তথ্য সন্ত্রাসের মাধ্যমে আজকে আমাদের মেধাবী সন্তানদের নষ্ট করে দেওয়া হচ্ছে । আজ থেকে আমরা আরও একটি শপথ করি-কোন রকম নেশার সাথে আমরা নিজে জড়াবো না “। এছাড়াও তিনি সকলকে দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়ার আহ্বান জানান ।

428 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন