৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

কুলাউড়ায় কিশোরী সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০১৯

ফেইসবুক শেয়ার করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় উপজেলা প্রশাসন ও সিএনআরএস সূচনা কিশোরী দলের আয়োজনে উপজেলা হর্টিকালচার সেন্টারে কিশোরী সমাবেশ অনুষ্টিত হয়েছে । সমাবেশে সূচনা প্রকল্পের জিসিডিও নেহার রঞ্জল মন্ডলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী । সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ নূরুল হক ,উপজেলা কৃষি কর্মকর্তা জগলুল হায়দার ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মুতলিব ,সমাবেশে আরও উপস্থিত ছিলেন সূচনা প্রকল্পের লিড সংস্থা সেভ দ্য চিলড্রেনের এডোলেসেন্ট ম্যানেজার শরমিন সুলতানা, ইউপিসি তৌহিদুর রহমান ,প্রকল্পের টেকনিক্যাল পার্টনার হেলেন কেলার ইন্টারন্যাশনালের সিনিয়র টেকনিক্যাল অফিসার কৃষিবিদ মোফাজ্জল হোসাইন উজ্জল , নিউট্রিশন অফিসার শাহাদাত হোসেন রাসেল প্রমুখ । এ সময় সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রকল্পের কিশোরীরা দেয়ালিকা উপস্থাপন ,নাটিকা,গান, নৃত্য এবং বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
উল্লেখ্য যে, সূচনা প্রকল্প সিলেট ও মৌলভীবাজার জেলায় দরিদ্র এবং অতি দরিদ্র পরিবারে মা,শিশু এবং কিশোরীদের পুষ্টি অবস্থার উন্নয়নের মাধ্যমে ২ বছরের কম বয়সী শিশুদের খর্বাকৃতির হার ৩ বছরের মধ্যে অতিরিক্ত ৬% কমিয়ে আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে । তারই ধারাবাহিকতায় সূচনা প্রকল্প কিশোরীদের জীবন দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ সহ কিশোরীদের সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।

394 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন