প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০১৯
অনি চৌধুরী :: আজ রাতটি পার হলে কাল উঠবে নতুন ইংরেজি বছরের নতুন সূর্য। নববর্ষের এই দিনে বাঙালিরা মেতে উঠবেন বর্ণিল আনন্দে। দেশবাসীর এই খুশিতে সামিল হতে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক,সাবেক ডাকসুর ভিপি,মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য জাতীয় নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমদ।
বৃহস্পতিবার দুপুরে এক বার্তায় দেশবাসীকে এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় সুলতান মনসুর লেখেন, নতুন বছরে নতুন উদ্যমে ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী, সংসদ নেত্রী, বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর লক্ষ্যে, দুর্নীতি, মাদক,ও সন্ত্রাস মুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মুক্তি সংগ্রামের ধারায় জাতীয় ঐক্যের মাধ্যমে কার্যকরী পদক্ষেপের বাস্তবায়ন ও সুশাসন প্রতিষ্ঠাই হোক জননেত্রী শেখ হাসিনা ঘোষিত মুজিব বর্ষের মূল লক্ষ্য ।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার জনগনের।