প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০১৯
শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯ ॥ আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দোয়া নিয়েছেন আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। শুক্রবার রাতে গণভবনে গিয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। এ সময় প্রধানমন্ত্রী নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। সাক্ষাতকালে শফিউল আলম নাদেল তাকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে শুক্রবার বিকালে শফিউল আলম চৌধুরী নাদেল সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ঢাকার বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় আবুল মাল আবদুল মুহিত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পদ পাওয়ায় শফিউল আলম চৌধুরী নাদেলকে অভিনন্দন জানিয়ে বলেন, সবাই মিলে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। এজন্য যার যার অবস্থান থেকে কাজ করে যেতে হবে। সাক্ষাতকালে শফিউল আলম চৌধুরী নাদেল সাবেক অর্থমন্ত্রী, বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা আবুল মাল আবদুল মুহিতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।