প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০১৯
অনি চৌধুরী : মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদের পক্ষে কুলাউড়ায় ২শতাধিক শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এমপি সুলতান মনসুরের নামে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত এ কম্বল বৃহস্পতিবার দুপুরে কুলাউড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে ও বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদের পক্ষে থেকে কম্বল বিতরণ করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, ভুকশিমইল ইউপি চেয়ারম্যান মনির আহমদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা হোসেন মনসুর, জাতীয় শ্রমিকলীগ কুলাউড়া উপজেলা শাখার সদস্য সচিব আহবাব হোসেন রাসেল ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ প্রমুখ।