প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০১৯
ডেক্স রিপোর্ট ঃ কুলাউড়া উপজেলার পৌর শহরে মঙ্গলবার উপজেলা প্রশাসনের ইউএনও এটিএম ফরহাদ চৌধুরীর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে শহরের রাস্তার পার্শ্বে অবৈধভাবে মালামাল রাখার অপরাধে পৌরসভা আইনের আইনের ১০৮ধারায় সুরেন্দ্র চৌধুরীকে ২হাজার টাকা ও ওয়াসিমকে ২হাজার টাকা এবং ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় প্রগতি বানিজ্যালয়কে ৫হাজার টাকা ও পাকন ষ্টোরকে ৫হাজার টাকাসহ মোট ১৪ হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়।
এছাড়া অভিযানকালে উত্তরবাজারের উপজেলা রোডের রাস্তার পার্শ্বের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে কুলাউড়া থানার পুলিশ ফোর্স সহযোগিতা প্রদান করেন ।