১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

মৌলভীবাজারে ভোক্তা অধিকার আইন প্রচারের লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০১৯

ফেইসবুক শেয়ার করুন

মৌলভীবাজারে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অধিকতর প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে এর সভাপতিত্বে ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল আমিন এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বকসি ইকবাল আহমদ, ক্যাব কমিটির জেলা সহ সভাপতি ডা. দীনেশ সূত্রধর,মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুর রহমান বাবুল, শ্রীমঙ্গল উপজেলার ব্যবসায়ী সমিতির সভাপতি শামিম আহমদ পশ্চিম বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মহিউদ্দিন শাহীন এসময় উপস্থিত ছিলেন,উপজেলার ব্যবসায়ী নেতৃবৃন্দ, প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ ।

487 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন