প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০১৯
ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলার টিলাগাওঁ রেল স্টেশন অবিলম্বে চালুর দাবিতে শনিবার সকালে এলাকাবাসী মানববন্ধন করেছে।
ঐক্যবদ্ধ নাগরিক সমাজ টিলাগাওঁ এর আয়োজনে ষ্টেশন ্এলাকায় আয়োজিত মানববন্ধনে দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকা টিলাগাওঁ রেল স্টেশন চালুর দাবী জানিয়ে ঐক্যবদ্ধ নাগরিক সমাজ টিলাগাওঁ এর আহবায়ক আব্দুস সালাম রুহিন চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব সেলিম আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন টিলাগাও ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক,ইউপি সদস্য দেওয়ান চান্দ আলী,সুলতান আহমেদ,বাদশা মিয়া,শিক আব্দুল গনি,ব্যাবসায়ী সৈয়দ গোলাম রহমান আজমল,শাহ এমরান,মোশাহিদ আলী,শামিম আহমেদ,শফিউল আলম প্রমুখ। বক্তারা অবিলম্বে স্টেশন পূনরায় চালু করা না হলে পরবর্তীতে টানা আন্দোলনের ঘোষনা প্রদান করেন।
৩ ঘন্টার মানববন্ধন চলাকালে সকালে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা ট্রেন ২ মিনিট ও চট্রগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখি জালালাবাদ ট্রেন প্রায় ১০ মিনিট টিলাগাওঁ রেল স্টেনে আটকা পড়ে।