প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০১৯
গত ৩১/০৭/২০১৯ খ্রিঃ তারিখ রাত্রিবেলা কুলাউড়া থানাধীন ভাটেরা ইউপিস্থ খাড়পাড়া সাকিনের জনৈক আজিজুর রহমান টুটু এর বাড়ীতে অজ্ঞাতনামা ডাকাতরা ডাকাতি করিয়া ২টি মোটর সাইকেল সহ অন্যান্য মালামাল লুট করিয়া নিয়া যায়। পরবর্তীতে মামলার তদন্তকারী অফিসার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় চক্রবর্ত্তী সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ঘটনার সহিত জড়িত দুইজন আসামী গ্রেফতার, অবৈধ অস্ত্র পাইপগান উদ্ধার করেন। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ সাহেব এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব সঞ্জয় চক্রবর্ত্তী সঙ্গীয় ফোর্স সহ ০২(দুই) দিন ব্যাপী অভিযান পরিচালনা করিয়া হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাধীন দেবপাড়া হইতে লুন্ঠিত মোটর সাইকেলটি উদ্ধার করা হয়।