প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০১৯
আন্তর্জাতিক স্কলার সিরিয়ার শায়েখ হামদি কানজু আল মাখজুমী উপমহাদেশের প্রখ্যাত ওলীয়ে কামিল শামসুল উলামা আল্লামা ছাহেব ক্বিবলাহ ফুলতলী(র.)-র মাজার জিয়ারত করেন।
সোমবার (১৭ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় ফুলতলীতে পৌঁছলে লতিফিয়া এতিমখানার ছাত্ররা বিদেশি অতিথিকে সাদর অভ্যর্থনা জানায়। সিরিয়ার শায়েখ হামদি কানজু আল মাখজুমি (মা.জি.আ.) বাংলাদেশে ইসলাম প্রচার এবং প্রসারে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশ্বব্যাপী আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি (রহ.)”র বহুমুখি খিদমতের ভূয়সি প্রশংসা করে বলেন ফুলতলী সাহেবের অনুসারিদের দ্বারা ইউরোপ, আমেরিকাসহ মধ্যপ্রাচ্যের বিভন্ন দেশে ইসলামের ব্যাপক প্রচার হচ্ছে। তিনি ফুলতলী ছাহেব (রহ.) প্রতিষ্টিত দারুল কি্রাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট সম্পর্কে বিভিন্ন খোজখবর নেন। অতঃপর আল্লামা বড় ছাহেব কিবলা ফুলতলি (মা.জি.আ.) কাছ থেকে হাদিস শরিফের সনদ গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (র.)-র সুযোগ্য সাহেবজাদা আল্লামা শিহাব উদ্দিন চৌধুরী ফুলতলী, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী, শাহজালাল (র.) ওয়েলফেয়ার ট্রাস্ট মৌলভীবাজার-এর সভাপতি ও সদর উপজেলা পরিষদের জননন্দিত ভাইস চেয়ারম্যান আলহাজ হাফিয আলাউর রহমান টিপু, তালামীযে ইসলামিয়ার সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা হাসান চৌধুরী গিলমান , ফারহান আহমদ চৌধুরী রেদা,দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী প্রধান কেন্দ্রের মাওলানা জিল্লুর রহমান, মুফতি মাওলানা শাহ আলম, শাহজালাল (র.) ওয়েলফেয়ার ট্রাস্টের সহ-সভাপতি মোঃ জাকির আহমদ জবলু ও প্রচার সম্পাদক মুজাহিদ আহমদ প্রমুখ।