প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০১৯
এম এইচ হোসাইন: গত ১৩ই ডিসেম্বর ২০১৯ রোজ শুক্রবার ‘প্রতিভা যুব সংঘ’র অস্থায়ী কার্যালয়ে প্রতিভা যুব সংঘের সভাপতি মোঃ শাহিন মিয়ার সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম রায়হান এর পরিচালনায়, মোঃ জোমন মিয়ার তেলাওয়াত ও ইবনে আব্দুস ছালাম ইসলামী সংগীত পরিবেশনার মাধ্যমে ভাটগাঁও প্রতিভা যুব সংঘের ২০২০ সেশনের কার্যকরী কমিটি গঠন করা হয়।
★এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: এম.এস জামান, প্রধান উপদেষ্টা ভাটগাঁও প্রতিভা যুব সংঘ
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: জনাব শামছুল আরেফিন কামাল, সংগঠনের উপদেষ্টা জনাব জাহাঙ্গীর আলম সুমন, জনাব আলউদ্দিন সাহেব সহ সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সংগঠনের ২০২০ সেশনে নির্বাচিত নেতৃবৃন্দরা হলেন;
সভাপতি মোঃ শাহিন মিয়া, সিনিয়র সহ-সভাপতি নাঈম আহমদ রাশিদ, সহ-সভাপতি রাজিব আহমদ বাদশা
সাধারণ সম্পাদক মোঃআশরাফুল ইসলাম রায়হান,সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃআবুল বাশার ইমন,যুগ্ন সাধারণ সম্পাদক মোঃতৌহিদুল ইসলাম তায়েফ
সাংগঠনিক সম্পাদক মোঃআব্দুল মুনিম রাহাত,সিনিয়র যুগ্ন-সাংগঠনিক সম্পাদক মোঃপারভেজ আহমদ,যুগ্ন-সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল আহমদ, মোঃসাইদুল ইসলাম-অর্থ সম্পাদক।
শামছুল ইসলাম শাহান-প্রচার সম্পাদক, আল-আমিন মিয়া-সহ প্রচার সম্পাদক, মোঃআলেখ মিয়া-ক্রিড়া সম্পাদক, মোর্শেদ আলী-সহ ক্রিড়া সম্পাদক, তারেক আহমদ-সমাজ কল্যাণ সম্পাদক, সায়মন আহমদ-সহ সমাজ কল্যাণ সম্পাদক, তামিম হাসান-তথ্য বিষয়ক সম্পাদক, ময়ূব আলী-সহ তথ্য বিষয়ক সম্পাদক,
জুহায়ের আল ওয়াসিম-ধর্ম বিষয়ক সম্পাদক, তাওহীদ ইবনে আব্দুছ ছালাম-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক, সাজ্জাদুর রহমান-সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক,
সিনিয়র সদস্যবৃন্দ
আবেদ মিয়া,রুজেল মিয়া,সালমান আহমদ,জুমন মিয়া,সজিব আলী,সুয়েব আলী,সুহেদ আলী,শাহান আহমদ,রবিন আহমদ জামিল।
পরিশেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে কাউন্সিল অধিবেশনের সমাপ্তি হয়।