৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

মৌলভীবাজারে আওয়ামী তথ্য প্রযুক্তি লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০১৯

ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজারে আওয়ামী তথ্য প্রযুক্তি লীগের চতুর্থতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে শহরের চৌমুহনীস্থ একটি রেস্টুরেন্টে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সংগঠনের জেলা সভাপতি ফয়সাল আহমেদ টিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তারেকুর রহমান তারেকের সঞ্চালনায় সংগঠনের নেতৃবৃন্দরা ছাড়াও জেলা যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর মৌলভীবাজার জেলা আওয়ামী তথ্য প্রযুক্তি লীগের ফয়সাল আহমেদ টিপুকে সভাপতি এবং তারেকুর রহমান তারেককে সাধারণ সম্পাদক ও হাবিবুর রহমানকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করেন কেন্দ্রিয় সভাপতি ডা. সালাহ উদ্দিন ভুইঁয়া (নয়ন) এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম (আকাশ)। কমিটিকে ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়েছে।

582 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন