১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

কুলাউড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০১৯

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ ‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’-এই স্লোগান নিয়ে কুলাউড়া উপজেলা প্রশাসন ও কুলাউড়া দুর্নীতি প্ররিােধ কমিটির আয়োজনে সোমবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে।
কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে ও মহতোসিন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সম্পাদক মোঃ ফয়জুর রহমান ছুরুকের পরিচালনায় কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান। বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী, কুলাউড়া পৌরসভার মেয়র শফি আলম ইউনুছ,কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান,কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আনোয়ার,কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য,কুলাউড়া প্রেসক্লাব সভাপতি ও কমিটির সহ-সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখশ,প্রবীন জাসদ নেতা গিয়াস উদ্দিন আহমদ,কুলাউড়া ব্যবসায়ী সমিতির সম্পাদক ময়নুল ইসলাম শামীম, কুলাউড়া নবীন চন্দ্র সরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল আহমদ,কমিটির সদস্য কুলাউড়া গার্লস ইন গাইড সম্পাদক, বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আখন্দ জান্নাতুল মাওয়া,লংলা আধুনিক ডিগ্রী কলেজের প্রভাষক গায়ত্রী চক্রবর্তী,সাংবাদিক মোঃ মাহফুজুর রহমান,কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠনের সম্পাদক ফ্লোরা বাবলী তালাং প্রমুখ। সভার পুর্বে ইউএনও দুর্নীতির বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করান ও কুলাউড়া উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

906 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন