১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

কুলাউড়ায় চা-শ্রমিকদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিরতণ

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০১৯

ফেইসবুক শেয়ার করুন

অনি চৌধুরীঃ কুলাউড়া উপজেলার শীতার্ত চা-শ্রমিকদের মধ্যে বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন শরীফপুরের চাতলাপুর চা বাগানের দু’শতাধিক মহিলা চা-শ্রমিকদের মধ্যে প্রধান অতিথি মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন শীত বস্ত্র বিতরণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পুলিশ সুপার ফারুক আহমদ পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া সুলতানা, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাইম খান, এনএসআই উপ-পরিচালক আবু আব্দুল্লাহ, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর,উপজেলা পিআইও শিমুল আলী, কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান,কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান, শরীফপুর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, টিলাগাও ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক, কর্মধা ইউপি চেয়ারম্যান এম এ রহমান আতিক, চাতলাপুর চা বাগান ম্যানেজার ইফতেখার ইনাম প্রমুখ।

1100 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন