১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

কুলাউড়ায় জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০১৯

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট ঃ কুলাউড়া উপজেলায় আর্ন্তজাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে বৃহস্পতিবার র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুলাউড়া প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের পরিষদের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মোঃ রিয়াজ আহমদের সভাপতিত্বে উপজেলা সমাজসেবা প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাওঃ ফজলুল হক খান সাহেদ,সমাজসেবা কর্মকর্তা নুরুল মাহমুদ ভুইয়া প্রমুখ। সভায় বক্তারা সরকারের ২০০১ সালে গঠিত প্রতিবন্ধি কল্যান আইন ও পরবর্তীতে ২০১৩ সালে সংশোধিত আইনের প্রয়োগ না হওয়ায় প্রতিবন্ধিরা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ করেন। পাশাপাশি প্রতিবন্ধি ভাতা এবং ভাতাভোগীর সংখ্যা বৃদ্ধির দাবী জানান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরডিও শাহানারা পারভীন,তথ্য অফিসার পেয়ারা আক্তার,কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরীসহ প্রতিবন্ধি পরিষদের সদস্যরা অংশ গ্রহন করেন। সভার পূর্বে প্রতিবন্ধীদের এক র‌্যালী উপজেলা চত্বর এলাকা প্রদক্ষিন করে।

922 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন