১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার

কুলাউড়া মুক্ত দিবসে স্বরন সভা

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০১৯

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্দোগে স্বাধীনতার ৪৮ বছর পর প্রথমবারের মত ৬ ডিসেম্বর কুলাউড়া মুক্ত দিবস উদযাপনের আয়োজন করা হয়েছে। পাক হানাদার বাহিনীর সাথে বীর মুক্তিযোদ্ধাদের সম্মুখ লড়াইয়ে ৭১ সালের ৬ ডিসেম্বর কুলাউড়ায় হানাদার বাহিনীর আত্মসমর্পনের মধ্য দিয়ে কুলাউড়া হানাদার মুক্ত হয়। মুক্ত দিবসের কথা সবার জানা থাকলেও ইতিমধ্যে কেহ আনুষ্টানিকভাবে মুক্ত দিবস উদযাপনের কোন উদ্দোগ গ্রহন করেনি। অবশেষে দীর্ঘ ৪’যুগ পর বিষয়টি সবার নজরে পড়লে এ বছর যথাযোগ্য মর্যাদায় মুক্ত দিবস পালনের উদ্দোগ নেয়া হয়।
জানা গেছে আগামী ৬ ডিসেম্বর শুক্রবার কুলাউড়া মুক্ত দিবস উদযাপনের জন্য মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্তরে বেলা ২-৩০ মিনিটে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্টানে সবাইকে উপস্থিত হয়ে দিবসকে সফল করার জন্য আয়োজকদের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

720 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন