৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কুলাউড়া ইসলামী ব্যাংকের কেন্দ্র লিডারদের প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০১৯

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া ইসলামী ব্যাংক শাখার উদ্যোগে শনিবার পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র লিডারদের প্রশিক্ষণ কর্মসুচীর উদ্বোধন ও শ্রেষ্ঠ কেন্দ্র লিডারদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ব্যাংকের সিলেট জোন প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ সাঈদ উল্লাহ্ এর সভাপতিত্বে শাখা প্রাঙ্গনে ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের কর্মসুচীর উদ্বোধন ও পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া পৌর মেয়র মোঃ শফি আলম ইউনুছ,কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তসীর,কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান,ব্যাংকের আরডিএস জোন অফিসার মোঃ দলিলুর রহমান ও কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী। অনুষ্ঠানে পল্লী উন্নয়ন প্রকল্পের ভুমিকা উপস্থাপন করেন কুলাউড়া শাখা প্রধান এফএভিপি মুহাম্মাদ আব্দুল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রিন্সিপাল অফিসার একেএম জাহাঙ্গীর। কেন্দ্র লিডারদের মধ্যে বক্তব্য রাখেন আবুল কাশেম ও মিনারা বেগম। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে ইসলামী ব্যাংকের বিভিন্ন কর্মসূচীর ভূয়শী প্রশংসা করে ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। পরে অতিথিবৃন্দ শ্রেষ্ট কেন্দ্র লিডার নেহারুন বেগম,মিনারা বেগম,শিল্পি বেগম,বাসন্তী রানী,আজিরুননেসা,শাহেদা বেগম ও আজিজুন্নেছাকে পুরস্কার বিতরন করেন।

1155 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন