৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কুলাউড়ায় জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির সম্মেলন

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০১৯

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি কুলাউড়া উপজেলা ও পৌর শাখার ত্রিবার্ষিক সম্মেলন এবং পুনর্মিলনী অনুষ্ঠান শুক্রবার কুলাউড়া পৌরসভা মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি কুলাউড়া উপজেলা শাখার সভাপতি ড. শ্রী রজত কান্তি ভট্টাচায্যের সভাপতিত্বে মঙ্গলপ্রদীপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোদক ও প্রধান আলোচক ছিলেন বাংলদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির কেন্দ্রীয় কার্য নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সোমনাথ দে।
সম্মেলণ প্রস্তুতি কমিটির আহবায়ক অশোক ধর এবং সহ সাধারণ সম্পাদক আশীষ কুমার ধর এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান। বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া পৌরসভার মেয়র আলহাজ¦ শফি আলম ইউনুছ, বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার কেন্দ্রীয় কার্য নির্বাহী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী শ্যামল কুমার চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী ক্ষিরোদ চন্দ্র বর্মন তপু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্রী গৌরমহোন দাস, কবি নজরুল ইসলাম বিশ^ বিদ্যালয়ের শিক্ষক ড. বিজয় ভূষন দাস, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের কুলাউড়া উপজেলা শাখার সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু,সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমন,বাংলাদেশ হিন্দু সমাজ সংস্কার সমিতি কুলাউড়া উপজেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্র মীরবহর, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গৌরা দে, সুহৃদ বাংলাদেশ কুলাউড়া উপজেলা শাখার সভাপতি প্রদীপ কান্ত দত্ত, কুলাউড়া পৌরসভার কাউন্সিলার ইকবাল আহমদ শামীম,সনাতনী তরুন সংঘ (টিএসএস) এর আহবায়ক সুজিত দে, প্রথম আলো জুড়ী প্রতিনিধি সাংবাদিক কল্যাণ প্রসূন চম্পু এবং বিভিন্ন ইউনিয়ন শাখার সভাপতি,সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।
দ্বিতীয় অধিবেশনে সমিতির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ঢাকা এর সাধারণ সম্পাদক সোমনাথ দের সভাপতিত্বে উপজেলা কমিটির নের্তৃবৃন্দের উপস্থিতিতে কাউন্সিলের মাধ্যমে উপজেলা কমিটিতে ড. রজত কান্তি ভট্টাচায্যকে সভাপতি, বিশ^জিৎ দাসকে সাধারণ সম্পাদক ও আশীষ কুমার ধরকে সাংগঠনিক সম্পাদক মনোনিত করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ও পৌরসভা কমিটিতে রিপন মল্লিককে সভাপতি, জনি মল্লিককে সাধারণ সম্পাদক এবং নিটু ঘোষকে সাংগঠনিক সম্পাদক মনোনিত করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। উপজেলা কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি অশোক কুমার ধর, বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্র মীরবহর, যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ কান্ত দত্ত, সহ সাধারণ সম্পাদক দুলন ধর, অর্থ সম্পাদক সুশীল চন্দ্র দাস, তথ্য ও প্রচার সম্পাদক বিষ্ণুপদ দে, দপ্তর সম্পাদক রমা দাস, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জিতেন বারই, সমাজ সেবা সম্পাদক প্রমান্ত চন্দ্র দত্ত, মহিলা বিষয়ক সম্পাদক চিরশ্রী তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক স্বপন চক্রবর্তী, নির্বাহী সদস্যবৃন্দ সুশীল চন্দ্র রায়, সুজিত দেব, সুধাংশু রঞ্জন বিশ^াস, সুজিত দে, নির্মাল্য মিত্র সুমন, মুকুল চক্রবর্তী, জুয়েল দেব, সুব্রত দেব, রঞ্জন মল্লিক, জয়ন্ত দেব, বিকাশ চন্দ্র চন্দ, তপন দত্ত, জয়দেব কর্মকার, দিপংকর দে দিপ, বিভাষ মন্ডল, সুহেল দেব, গোপাল রাজভর।

1504 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন