প্রকাশিত: নভেম্বর ২৯, ২০১৯
ডেক্স রিপোের্টঃ কুলাউড়া উপজেলার প্রখ্যাত পীরে কামিল হযরত ছাতাপীর (রহঃ) স্মৃতিপরিষদের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার মিলাদ,দোয়া ও শিক্ষা উপরকরণ বিতরনী গৌড়করন ছাতাপীর ছাহেব বাড়ীতে অনুষ্টিত হয়।
হযরত ছাতাপীর স্মৃতিপরিষদের সভাপতি ছাতাপীর (রহঃ)’র সুযোগ্য নাতি আব্দুস শুকুর ছরকুমের সভাপতিত্বে ও অফিস সম্পাদক মোঃ জাকির হোসেনের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাওঃ ফজলুল হক খান সাহেদ। বিশেষ অতিথি ছিলেন নয়াবাজার ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ লিয়াকত আলী খান,স্মৃতিপরিষদের উপদেষ্টা হাসানুজ্জামান হাসান,কুলাউড়া পৌর আল ইসলাহ সভাপতি কাজী খন্দকার ফখরুল ইসলাম,জেদ্দা মহানগর আল ইসলাহর সহ সাধারণ সম্পাদক ডাঃ আহমদ আল জ্ম্মুান, কুলাউড়া উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক আফজাল হোসেন সাজু,সাংগঠনিক সম্পাদক ইসমাঈল হাসান শাকিল,পৌর তালামীযের সভাপতি আব্দুল মুবিন জিহাদি,সহঃ সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন,স্মৃতিপরিষদের সিনিয়র সহ সভাপতি শওকত হোসেন শিবলু,সহ সাধারণ সম্পাদক মাওঃ সাইদুল ইসলাম ও এইচ ডি রুবেল,শিক্ষা সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওঃ আজিজুল ইসলাম সুলেমান,ভুকশিমইল ইউ,পি তালামীযের সহ-সভাপতি হাফিজ আব্দুর রহমান চৌধুরী আব্দুল্লাহ,ছাতাপীর রহঃ ইবতেদায়ী মাদরাসা শিক্ষক মাওঃ নাজিম উদ্দিন,শিক্ষক মাওঃ তারেক আহমদ। পরে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরন বিতরন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাওঃ ফজলুল হক খান সাহেদ। অনুষ্টানে স্মৃতিপরিষদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।