১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

ঢাকাস্থ কুলাউড়া উপজেলা সমিতির প্রস্তুতি সভা

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০১৯

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ ঢাকাস্থ ঐতিহ্যবাহী কুলাউড়া উপজেলা সমিতির সাধারণ সভার প্রস্তুতি বিষয়ক এক জরুরী সভা গত সোমবার সমিতির সভাপতি এম আব্দুর রউফ-এর সভাপতিত্বে প্রতিযোগিতা কমিশন, ঢাকা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় আগামী বছরের ৩ এপ্রিল শুক্রবার সাধারণ সভার তারিখ নির্ধারন করা হয়।
এছাড়া সভায় সমিতির পক্ষ থেকে দেশের খ্যাতনামা লেখকদের শিক্ষা বিষয়ক প্রবন্ধ দিয়ে “প্রত্যয়” নামে একটি তথ্যসমৃদ্ধ শিক্ষা বিষয়ক সংকলন প্রকাশনার ও সমিতির বিগত দিনের বিভিন্ন কার্যক্রমের উপর ভিত্তি করে ভবিষ্যত পরিকল্পনা নিয়ে একটি তথ্যবহুল ভিডিও ডকুমেন্টারি নির্মানের এবং সাধারণ সভাকে প্রাণবন্ত ও আনন্দময় করার লক্ষে দেশের এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পীদের নিয়ে একটি জমকালো ও মানসম্পন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়।
সাধারণ সভাকে সফল করার লক্ষে সংগঠনের সকল সদস্যদের স্ব-স্ব অবস্থান থেকে আন্তরিকতার সাথে কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য সভাপতি এম আব্দুর রউফ অনুরোধ জানিয়েছেন। সভায় সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

853 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন