প্রকাশিত: নভেম্বর ২০, ২০১৯
ডেক্স রিপোর্ট ঃ কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে বিশ^ এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ উপলক্ষে বুধবার এক আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নুরুল হক এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় এন্টিবায়োটিক সচেতনতা বিষয়ক প্রেজেনটেশন উপস্থাপন করেন হাসপাতালের আরএমও ডাঃ জাকির হোসেন।
আলোচনায় অংশ নেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মোহসিন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী,ফারিয়া’র সাবেক সভাপতি নাসির উদ্দিন। অনুষ্টানে কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ,সেনিটারী ইন্সপেক্টার মোঃ জসিম উদ্দিনসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন ঔষধ কোম্পানীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নুরুল হক ভবিষ্যৎ প্রজম্মের সু-স্বাস্থ্য রক্ষায় এন্টিবায়োটিক সচেতনতায় সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।