প্রকাশিত: নভেম্বর ২০, ২০১৯
ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী প্রাচীনতম নারী শিক্ষা প্রতিষ্ঠান কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে নব-নির্মিত শহীদ মিনার এর উদ্বোধন করা হয়েছে। কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি,কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান মঙ্গলবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিনসহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা,বিদ্যালয় পরিচালনা কমিটি সদস্য ও ছাত্রীদের উপস্থিতিতে শহীদ মিনার এর আনুষ্টানিক উদ্বোধন করেন।
উল্লেখ্য প্রাচীনতম কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ কোন শহীদ মিনার ছিল না। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি একেএম সফি আহমদ সলমান কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিগত ৩০ এপ্রিল কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদানকালে বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের দাবী জানানো হলে তিনি অচিরেই শহীদ মিনার নির্মাণের প্রতিশ্রুতি দেন। উক্ত দাবির প্রেক্ষিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান স্বল্প সময়ের মধ্যে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করে দেয়ায় বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে কৃতজ্ঞতা জানানো হয়।