প্রকাশিত: নভেম্বর ১৯, ২০১৯
ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলায় মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এক অভিযান চালিয়ে ২১ বোতল বিদেশী মদসহ নিজাম উদ্দিন (২০) নামে এক যুবককে আটক করেছে।
জানা যায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায়ের নেতৃত্বে এসআই মোমিন উল্যাহসহ সঙ্গীয় ফোর্স মঙ্গলবার উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করে ২১ বোতল বিদেশি মদসহ নিজাম উদ্দিনকে আটক করা হয়। গ্রেফতারকৃত নিজাম উদ্দিন একই ইউনিয়নের ইটার ঘাট গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। জেলা গোয়েন্দা শাখার ওসি বিনয় ভূষণ রায় জানান, এ ঘটনায় আটককৃত নিজাম উদ্দিনের বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।