প্রকাশিত: নভেম্বর ১৯, ২০১৯
ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম খানের নেতৃত্বে মঙ্গলবার কুলাউড়া শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে দু’ব্যবসা প্রতিষ্টানে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম খান জানান,অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬,ডিলিং লাইন্সেস না থাকায় শহরের উত্তরবাজার এলাকায় অভিযান চালিয়ে হক ট্রেডার্সকে ৪ হাজার টাকা ও সামছুল ট্রেডার্সকে ৪ হাজার টাকাসহ দু’দোকানদারকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে কুলাউড়া থানার পুলিশ ফোর্স সহযোগিতা করে।
সহকারী কমিশনার (ভূমি) শহরের বিভিন্ন বাজার পরিদর্শন করে বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম স্বাভাবিক রয়েছে। তিনি গুজবে কান না দিয়ে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলার ও কেহ নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য চাইলে প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান।