প্রকাশিত: নভেম্বর ১৪, ২০১৯
ডেক্স রিপোর্টঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার-২ মোঃ আবু জাফর রাজু ৪ দিনের সরকারী সফরে আগামী শনিবার তার নিজ কুলাউড়া উপজেলায় আসছেন। সফরকালে তিনি বঙ্গবন্ধুর বিশ^স্থ কর্মী সাবেক এমপি ও কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি তার মরহুম বাবা আব্দুল জব্বার এর ৮৪তম জম্মবার্ষিকী অনুষ্টানে যোগদান ও প্রধানমন্ত্রীর বিশেষ উদ্দোগ বাস্তবায়ন বিষয়ে স্থানীয় প্রশাসন ও সুধীজনের সাথে মতবিনিময়সহ বিভিন্ন কর্মসুচীতে যোগদান করবেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১৪ নভেম্বর তার সফরসুচীতে জানানো হয়েছে।
সফরকালে তিনি ১৬ নভেম্বর শনিবার সকালে ঢাকা থেকে সড়কপথে রওয়ানা হয়ে বেলা ৩টায় কুলাউড়া রেষ্ট হাউজে পৌছে ইউএনও’র সাথে মতবিনিময় করবেন। বেলা সাড়ে ৪টায় কুলাউড়া উপজেলার পৌর শহরের আলালপুরস্থ তার নিজ বাড়ীতে গমন করে পারিবারিক গোরস্থানে তার বাবা কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্টাতা সম্পাদক,সাবেক এমপি মরহুম আব্দুল জব্বারসহ তার মরহুম মাতা,দাদা,দাদীর কবর জিয়ারত করবেন। পরদিন ১৭ নভেম্বর সকালে তার মরহুম বাবা আব্দুল জব্বার এর ৮৪তম জম্মবার্ষিকী উপলক্ষে কবরে পুস্পস্তবক অর্পন ও ফাতেহা পাঠ,দুপুর ১২টায় বীর মুক্তিযোদ্ধা ব্রাহ্মনবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মরহুম ইলিয়াছ মিয়ার কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ, বেলা ২টায় বীর মুক্তিযোদ্ধা শরীফপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মরহুম ওয়াজিউদ্দিন খানের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ,সন্ধা ৬টায় নিজ বাড়ীতে তার মরহুম বাবা আব্দুল জব্বার এর ৮৪তম জম্মবার্ষিকী অনুষ্টানে যোগদান,১৮ নভেম্বর দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্দোগ বাস্তবায়ন বিষয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও সুধীজনের সাথে আলোচনা,বেলা ১-৩০মিনিটে ভুকশিমইল স্কুল এন্ড কলেজ ও ২-৩০মিনিটে লংলা ডিগ্রী কলেজ এবং বিকেল ৪টায় আমার বাড়ী আমার খামার ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন করবেন,১৯ নভেম্বর সকাল ১১টায় সিলেট বিভাগীয় কমিশনারের সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও বেলা ২টায় হযরত শাহ জালাল (রঃ) ও হযরত শাহ পরান (রঃ) এর মাজার জিয়ারত শেষে ২০নভেম্বর সকাল ১১টায় সিলেট থেকে সড়কপথে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।
উল্লেখ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার-২ মোঃ আবু জাফর রাজু মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৌর শহরের আলালপুর নিবাসী কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্টাতা সম্পাদক,সাবেক এমপি মরহুম আব্দুল জব্বারের পুত্র এবং কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কুলাউড়া আওয়ামীলীগের সদ্য অনুষ্টিত কাউন্সিলে মনোনীত সাধারন সম্পাদক আসম কামরুল ইসলামের জেষ্ট ভ্রাতা।