৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কুলাউড়া আ’লীগের সম্মেলন রোববার

প্রকাশিত: নভেম্বর ৯, ২০১৯

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন রোববার সকাল সাড়ে ১০টায় শহরস্থ স্বাধীনতা সৌধ চত্তরে অনুষ্টিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি মোঃ আব্দুল মতিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনুর পরিচালনায় অনুষ্টিতব্য সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পরিষদ চেয়ারম্যান,কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন সম্পাদক মোঃ আজিজুর রহমান,আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরান ও অধ্যাপক রফিকুর রহমান, মৌলভীবাজার জেলা কমিটির সাবেক সভাপতি এমপি আব্দুস শহীদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিছবাহুর রহমান।
কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের দীর্ঘ ১৫ বছর পর সম্মেলনের তারিখ ঘোষনার পরপরই সম্মেলনকে কেন্দ্র করে ইতিমধ্যে সভাপতি ও সম্পাদক পদের একাধিক প্রার্থীরা বিভিন্ন কৌশলে প্রচার-প্রচারনার পাশাপশি শীর্ষনেতাদের আর্শীবাদ পেতে জোর লবিং ও তৃণমূল কাউন্সিলরদের সমর্থন আদায়ের প্রাণপণ চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন। শেষ মুহুর্তে সভাপতি ও সম্পাদক পদে রদ-বদলের সম্ভাবনা থাকলেও কারা এ গুরুত্বপুর্ন দু’পদে চমক দেখাবেন এ নিয়ে জল্পনা-কল্পনার কোন অবসান ঘটেনি। তবে কাউন্সিলের মাধ্যমে দলের ত্যাগী নেতাদের নিয়ে নতুন কমিটি ঘোষনা হবে এমন প্রত্যাশা করছেন কুলাউড়ার সকল পর্যায়ের উৎসুক সচেতন রাজনীতিবিদরা।

992 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন