প্রকাশিত: নভেম্বর ৪, ২০১৯
ডেক্স রিপোর্ট ঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুলাউড়ায় আগমনের ঐতিহাসিক শত বছর পুর্তির ‘রবিরাগ’ অনুষ্টান সোমবার দিনব্যাপী বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে উদযাপন করা হয়।
কুলাউড়া উদযাপন পরিষদের আয়োজনে শর্হস্থ স্বাধীনতা সৌধ কমপ্লেক্সে উদযাপন পরিষদের আহ্বায়ক ঢাকাস্থ কুলাউড়া উপজেলা সমিতির সভাপতি,বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ এর সভাপতিত্বে ও উদযাপন পরিষদের সদস্য সচিব কুলাউড়া সরকারী কলেজের উপাধ্যক্ষ আব্দুল হান্নান ও যুগ্ম-সচিব বরমচাল স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক সিএম জয়নাল আবেদীনের সঞ্চালনায় উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি,সাবেক এমপি মোঃ আব্দুল মতিন,সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রেনু,যুগ্ম-সম্পাদক আব্দুল মোক্তাদির তোফায়েল,জাসদ নেতা গিয়াস উদ্দিন আহমদ,সিপিবি নেতা খন্দকার লুৎফুর রহমান,উপজেলা বিএনপি সহ-সভাপতি রেদওয়ান খান, সম্পাদক বদরুজ্জামান সজল,ঢাকাস্থ জালালাবাদ সমিতির যুগ্ম-সম্পাদক ফাহিমা খানম চৌধুরী মনি,কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী,সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ,সাবেক সভাপতি সুশীল সেন গুপ্ত ও সিরাজ উদ্দিন আহমদ সোহাগ,অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য,অধ্যক্ষ (ভারঃ) আতাউর রহমান,অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ,অধ্যক্ষ ফজলুল হক,কর্মধা চেয়ারম্যান এমএ রহমান আতিক, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সম্পাদক মইনুল ইসলাম শামীম,লেখক আহমেদ সিরাজ,বিআরডিবি চেয়ারম্যান মোঃ ফজলুল হক ফজলু,প্রবীন শিক্ষাবিদ মোঃ খুরশীদ উল্লাহ,জাপা সম্পাদক মোঃ মবশি^র আলী,উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দু ঘোষ,হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সম্পাদক গৌরা দে,মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য আব্দুল মানিক ও মহিলা সদস্য শিরিন আক্তার চৌধুরী মুন্নি,সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, প্রধান শিক্ষক মোঃ আব্দুছ ছালাম ও প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাইয়ুম,ডাঃ হেমন্ত পাল,আব্দুর রব মাহবুব,সফিক মিয়া আপিয়ান প্রমুখ।
দিনব্যাপী কর্মসুচীর শুরুতে সকাল সাড়ে ৯টায় কুলাউড়া রেলওয়ে জংশন ষ্টেশন প্রাঙ্গনে স্মারকস্তম্ভ উম্মোচন করেন উদযাপন পরিষদের আহ্বায়ক মোঃ আব্দুর রউফ। এছাড়া সকাল সাড়ে ১০টায় বন্যাঢ্য শোভাযাত্রায় ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী ও কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাদেক কাওসার দস্তগীরসহ উদযাপন পরিষদের নেতৃবৃন্দ,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,শিক্ষক,সাংবাদিক,শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনীর পেশাজীবিরা অংশ গ্রহন করেন।