৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কুলাউড়ায় দিনে-দপুরে কলেজ শিক্ষকের বাসায় চুরি

প্রকাশিত: নভেম্বর ৩, ২০১৯

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া সরকারী কলেজের প্রভাষক মোহাম্মদ হানিফ এর উপজেলা শহরস্থ তালাবদ্ধ বাসায় রোববার দিনে-দুপুরে এক দুঃসাহষিক চুরি সংঘটিত হয়েছে।
কুলাউড়া সরকারী কলেজের প্রভাষক হানিফ জানান রোববার সকাল ১০টায় কুলাউড়া শহরের দক্ষিনবাজারের মাগুরাস্থ তার বাসা তালাবদ্ধ করে কলেজে চলে যান। দুপুর ২টায় কলেজ শেষে বাসায় ফিরে তার দরজার তালা নেই দেখে ভেতরে ঢুকে সকল জিনিষপত্র তছনছ অবস্থায় দেখতে পান। তিনি জানান চোর তার বাসা থেকে একটি ল্যাপটপ,নগদ ১০হাজার টাকাসহ মুল্যবান অন্যান্য জিনিষপত্র নিয়ে পালিয়ে যায়।

1454 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন