প্রকাশিত: নভেম্বর ২, ২০১৯
ডেক্স রিপোর্ট ঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুলাউড়ায় আগমনের ঐতিহাসিক ৪ নভেম্বরের শত বছর পুর্তি উদযাপন সফল করার লক্ষে কুলাউড়া উপজেলার বিভিন্ন পত্র-পত্রিকার সংবাদকর্মীদের সাথে শনিবার বিকেলে উদযাপন পরিষদ নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
উদযাপন পরিষদের আহ্বায়ক ঢাকাস্থ কুলাউড়া উপজেলা সমিতির সভাপতি,বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ এর সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরীর পরিচালনায় মত বিনিময়ে বক্তব্য রাখেন কুলাউড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সুশীল সেন গুপ্ত,সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ,কুলাউড়া সাংবাদিক সমিতির সভাপতি মোক্তাদির হোসেন,যুগ্ম-সম্পাদক শরীফ আহমদ,ক্রীড়া-সাংস্কৃতিক সম্পাদক নাজমুল বারী সোহেল,সদস্য এস আলম সুমন,সাংবাদিক মাহফুজ শাকিল প্রমুখ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া প্রেসক্লাব নেতৃবৃন্দ আব্দুল করিম বাচ্চু,এইচডি রুবেল,সুমন আহমদ,অনলাইন জার্নালিষ্ট সোসাইটি সম্পাদক ইউসুফ আহমদ ইমন প্রমুখ। সভায় বক্তারা কুলাউড়ায় অনুষ্টিতব্য ঐতিহাসিক আগামী ৪ নভেম্বরের স্মৃতিচারনের দিনব্যাপী বিভিন্ন অনুষ্টানের প্রশংসনীয় উদ্দোগকে সফল করতে সর্বাত্মক সহযোগিতার আশ^াস প্রদান করেন। অনুষ্টানে সাবেক অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রধান অতিথি ও বিশিষ্ট কন্ঠ শিল্পী অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বণ্যাসহ রবীন্দ্র গবেষকবৃন্দ উপস্থিত থাকবেন বলে উদযাপন পরিষদসুত্রে জানা গেছে।
উল্লেখ্য বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৯ সালের নভেম্বর মাসে ৩ দিনের সিলেট সফরে ভারতের করিমগঞ্জ থেকে ট্রেনযোগে সিলেট যাত্রাপথে কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ৪ নভেম্বর রাত্রি যাপন করেন। কুলাউড়ার ঐতিহাসিক ৪ নভেম্বরের স্মৃতিচারনের জন্য উদযাপন পরিষদের উদ্দোগে শর্হস্থ স্বাধীনতা সৌধ কমপ্লেক্সে দিনব্যাপী বিভিন্ন অনুষ্টানের কর্মসুচী গ্রহন করা হয়েছে। কর্মসুচীর মধ্যে রয়েছে সকাল সাড়ে ৯টায় স্মারকস্তম্ভ উদ্বোধন,সকাল ১০ টায় জাতীয় ও উৎসব পতাকা উত্তোলন,সকাল সাড়ে ১০টায় শোভাযাত্রা,সকাল সাড়ে ১১টায় উদ্বোধনী সভা,দুপুর ১টায় চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা,বেলা ২-৩০মিঃ সেমিনার এবং সন্ধার পর বিশিষ্ট কন্ঠ শিল্পী অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বণ্যাসহ স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্টান পরিবেশন।