১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

কুলাউড়ায় ৫শ পিস ইয়াবাসহ জসিম গ্রেফতার

প্রকাশিত: নভেম্বর ১, ২০১৯

ফেইসবুক শেয়ার করুন

অনি চৌধুরী ঃ কুলাউড়া থানা পুলিশ বৃহস্পতিবার রাতে হাজিপুর এলাকায় এক অভিযান চালিয়ে জসীম উদ্দিন (২০) নামে একজনকে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে।
কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান জানান গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মো.আবু আহমেদ সুজনসহ সঙ্গীয় ফোর্স বৃহস্পতিবার রাত ১১টার দিকে হাজিপুর ইউনিয়নের পাইকপাড়া এলাকায় এক অভিযান চালিয়ে জসীম উদ্দিনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেফতারকৃত জসিম হাজিপুর ইউনিয়নের বিলেরপাড় গ্রামের আব্দুল মান্নানের ছেলে। আসামীর বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদক আইনে মামলা দায়ের করে শুক্রবার তাকে মৌলভীবাজার কোর্টে সোপর্দ করা হয়েছে।

681 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন