১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

কু্লাউড়ায় সড়ক দূর্ঘটনায় প্রবাসী সাংবাদিক সেলিম আহত

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০১৯

ফেইসবুক শেয়ার করুন
বিশেষ প্রতিনিধি : দেশের জনপ্রিয়  গাজী টেলিভিশন ( জিটিভি), যুক্তরাজ্যের চ্যানেল এস ও সিলেটের দৈনিক উত্তরপূর্বের সৌদিআরব প্রতিবেদক সেলিম আহমেদ সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন।
জানা যায়, বুধবার (৩০ অক্টোবর) একটি অনুষ্ঠান থেকে কু্লাউড়ায় ফেরার পথে বিকেলে সাড়ে ৪টায় কুলাউড়া -মৌলভীবাজার সড়কের কৌলা নামক স্থানে মোটরবাইক যাত্রা পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দেয়াল ঘেষে পড়ে গিয়ে গুরুতর আহর হন। খবর পেয়ে সহকর্মী সাংবাদিক তাজুল ইসলাম ও আশরাফুল ইসলাম দ্রুত দূর্ঘটনাস্থলে পৌঁছে সেলিম আহমেদকে আহত অবস্থায় উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যান।
এদিকে দূর্ঘটনার খবর শুনে বাংলাদেশ সাংবাদিক সমিতি কু্লাউড়া উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক মো নাজমুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমেদ কু্লাউড়া হাসপাতালে আহত সাংবাদিক সেলিম আহমদকে দেখতে যান।
তাঁরা জানান, চিকিৎসক বলেছেন আহত প্রবাসী সাংবাদিক সেলিমের বাম হাতে গুরুতর আঘাতপ্রাপ্ত প্রাথমিক ধারনা হাত ভেঙ্গে গেছে। পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট জানার পর বুঝা যাবে।
কু্লাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল  অফিসার  ডাঃ জাকির হোসেন সাংবাদিক আহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
637 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন