প্রকাশিত: অক্টোবর ২৮, ২০১৯
অনি চৌধুরী ঃ কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাবনিয়া হাসিমপুর নিজামিয়া মাদ্রাসা থেকে রাঙ্গিছড়া বাজার পর্যন্ত ৯৮ লাখ টাকা ব্যয়ে দেড় কিলোমিটার কাচা রাস্তা পাকাকরনের কাজের উদ্বোধন করা হয়েছে।
কুলাউড়া উপজেলা প্রকৌশলী ইশতিয়াক হাসান ও ঠিকাদার তোফায়েল আহমদের উপস্থিতিতে রোববার রাস্তার কাজের উদ্বোধনীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমর্ধা ইউনিয়নের চেয়ারম্যান এম এ রহমান আতিক, এমপির বিশেষ সহকারি সোহেল আহমদ ও শেখ রুহেল, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতা শফিকুল ইসলাম জাহেদ, জাতীয় শ্রমিকলীগ নেতা আহবাব হোসেন রাসেল, স্থানীয় মেম্বার আলহাজ মুহিব আহমদ, রাঙ্গিছড়া বাজারের ব্যবসায়ী কল্যান সমিতির সহ সভাপতি মায়া মিয়া, সহ সাধারন সম্পাদক পলাশ চক্রবর্তী, ব্যবসায়ী বাবুল আহমদ, হান্নান আহমদ, কর্মধা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাহেদ আহমদ ও ছাত্রলীগের সম্পাদক নিত্য মল্লিক, সাংবাদিক সেলিম আহমদ প্রমূখ।
স্থানীয় এলাকাবাসী জানান, দীর্ঘ দিনের দাবী ছিলো প্রাচীনতম এ সড়কটি পাকাকরণ করার। বর্তমান এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদের আমলে দীর্ঘদিনের অবহেলিত দাবী রাস্তা পাকাকরনের কাজ শুরু করায় এলাকাবাসী এমপির প্রতি কৃতজ্ঞতা জানান।