প্রকাশিত: অক্টোবর ২৮, ২০১৯
ডেক্স রিপোর্ট ঃ কুলাউড়া উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে সোমবার জাতীয় স্যানিটেশন মাস ও বিশ^ হাতধোয়া দিবস উদযাপন করা হয়।
কুলাউড়া ইউএনও এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর উপ-সহকারী প্রকৌশলী মোঃ মোহসিন। বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতলিব,ব্রাক ওয়াশ কর্মসুচীর সমন্বয়ক মখলিছুর রহমান প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন, পিআইও মোঃ শিমুল আলী,কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, রাবেয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুছ ছালাম, সাংবাদিক আতিকুর রহমান আখই প্রমুখ। সভার পুর্বে এক বর্ন্যাঢ্য র্যালী উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিন করে। সভা শেষে শহরস্থ রাবেয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীসহ অতিথিদের উপস্থিতিতে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্টিত হয়।