১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়ায় দেয়াল চাপায় মহিলার মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০১৯

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলেরপার গ্রামে মাটির দেয়াল চাপায় নেওয়ারুন বেগম ( ৩৫) নামে এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
হাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু জানান, বিলেরপার গ্রামের বয়তুল্লাহ মিয়ার স্ত্রী নেওয়ারুন বেগম গত শনিবার বিকেলে ঘরের মাটির দেয়াল চাপায় গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন প্রথমে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক নেওয়ারুনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সিলেট হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রোববার ভোরে নেওয়ারুন বেগমের মৃত্যু হয়।

665 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন