৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কুলাউড়ায় ইউপি চেয়ারম্যানদের সাথে রবীন্দ্রনাথের শত বছর পূর্তি উদযাপন পরিষদের মতবিনিময়

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০১৯

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট ঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুলাউড়ায় আগমনের ঐতিহাসিক ৪ নভেম্বরের শত বছর পুর্তি উদযাপন সফল করার লক্ষে কুলাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের সাথে শনিবার রাতে উদযাপন পরিষদ নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
উদযাপন পরিষদের যুগ্ম-আহ্বায়ক কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব কুলাউড়া সরকারী কলেজের উপাধ্যক্ষ আব্দুল হান্নান এর পরিচালনায় কুলাউড়া প্রেসক্লাব ভবনে অনুষ্টিত মত বিনিময়ে বক্তব্য রাখেন কর্মধা চেয়ারম্যান এম এ রহমান আতিক,রাউৎগাও চেয়ারম্যান আব্দুল জলিল জামাল,ভুকশিমইল চেয়ারম্যান আজিজুর রহমান মনির,কলাউড়া সদরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান প্রমুখ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আ’লীগ সম্পাদক গৌরা দে,উপজেলা বিএনপি যুগ্ম-সম্পাদক রেদওয়ান খান,ব্যাংকার এনাম উদ্দিন,উদযাপন পরিষদের অর্ভথনা উপ-পরিষদের আহ্বায়ক মৌলভীবাজার জেলা আইনজীবি সমিতির সহ-সভাপতি এড.এটিএম মান্নান, প্রকাশনা উপ-পরিষদের সদস্য কুলাউড়া ইয়াকুব তাজুল মহিলা কলেজের প্রভাষক খালিক উদ্দিন, মঞ্চ উপ-পরিষদের সদস্য শামীম আহমদ প্রমুখ। সভায় বক্তারা অনুষ্টিতব্য ঐতিহাসিক আগামী ৪ নভেম্বরের স্মৃতিচারনের দিনব্যাপী বিভিন্ন অনুষ্টানের প্রশংসনীয় উদ্দোগকে সফল করতে সর্বাত্মক সহযোগিতার আশ^াস প্রদান করেন।

999 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন