১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশসহ আহত ৪

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০১৯

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলার ব্রাম্মনবাজার এলাকায় শনিবার ভোরে মিনিট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে কুলাউড়া থানা পুলিশের এএসআইসহ চার জন আহত হয়েছেন।
জানা যায়,শনিবার রাতে সিএনজি অটোরিক্সা নিয়ে এএসআই এরশাদুল হকের নেতৃত্বে পুলিশের এক টিম রাতের ডিউটিকালীন সময়ে ভোররাতে ডিউটি শেষে থানায় ফেরার পথে ব্রাম্মনবাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগ্রামী একটি মিনিট্রাকের সাথে পুলিশের সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে এএসআই এরশাদুল হক,সঙ্গীয় পুলিশ কনেষ্টেবল জাকারিয়া ও সজল এবং সিএনজি চালক আল-আমিনসহ ৪জন গুরুত্বর আহত হন।
খবর পেয়ে কুলাউড়া থানার অপর মোবাইলটিমের এসআই দিদার ও এসআই রহিম ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নিকটস্থ মুসলিম এইড হাসপাতালে হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে গুরুতর আহত এএসআই এরশাদুল হক, কনস্টেবল জাকারিয়া আহমদ ও সিএনজির চালক আলআমিনসহ ৩জনকে সিলেট ওসমানি হাসপাতালে প্রেরণ করেন ও অপর কনস্টেবল সজল প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেন। এ ঘটনায় জড়িত ট্রাক চালক ফখরুল ইসলাম (৪২)কে পুলিশ গাড়ীসহ আটক করেছে।

559 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন