প্রকাশিত: অক্টোবর ২২, ২০১৯
ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলার টিলাগাও ইউনিয়নের বাগৃহাল এলাকায় মঙ্গলবার মাটির ঘরের দেয়াল চাপায় রশীদ মিয়া (৫৮) নামে ১ জনের মর্মান্তিকভাবে মৃত্যুবরন হয়েছে।
টিলাগাও ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক জানান বাগৃহাল গ্রামের লুকমান মিয়ার মাটির দেয়ালের ঘর ভাঙ্গার কাজে নিয়োজিত পাশ^বর্তী বাড়ীর রশীদ মিয়া মঙ্গলবার সকালে কাজ করাকালে অসাবধানতাবশতঃ ঘরের দেয়ালের এক অংশ আকস্মিকভাবে ভেঙ্গে তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে উপস্থিত লোকজন তাকে ঘটনাস্থল থেকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে নিকটস্থ ব্রাহ্মনবাজার মুসলিম এইড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।