৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কুলাউড়া পৌর আল ইসলাহ’র বিক্ষোভ মিছিল

প্রকাশিত: অক্টোবর ২২, ২০১৯

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলা শহরে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ পৌর শাখার আয়োজনে সোমবার বাদ মাগরিব ভোলায় নবী প্রেমিকদের উপর পুলিশি হামলা ও নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে শহরস্থ চৌমুহনীতে কুলাউড়া পৌর আল ইসলাহ সভাপতি কাজী মাওলানা ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত পথ সভায় বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা আল ইসলাহ’র সহ সভাপতি মাওলানা আয়ুব আনসারী, কুলাউড়া পৌর আল ইসলাহ সাধারণ সম্পাদক জায়েদ বখশ টিপু, কাজী মাওলানা জাকির হোসেন, মুফতি সৈয়দ হাবিবুর রহমান হাসানী,ফখরুদ্দিন আহমদ পংকি,উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক এম আফজাল হোসেন সাজু,পৌর তালামিযের সভাপতি হাফিজ আব্দুল মুবিন জিহাদী। সভায় বক্তারা ভোলায় হিন্দু যুবকের ইসলাম অবমাননার ঘটনায় উলামায়ে কেরাম ও প্রশাসনের সমন্বয়ে নিবিড় তদন্ত করে রহস্য উদঘাটন করার পাশাপাশি এসব অপতৎপরতা ও ইন্ধনের সাথে জড়িতদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি জানান। সভাশেষে দোয়া পরিচালনা করেন হাফিজ আনোয়ার হোসেন। বিক্ষোভ মিছিলে দলমত নির্বিশেষে বিভিন্ন পেশার মুসলিম জনতা অংশ গ্রহন করেন।

582 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন