প্রকাশিত: অক্টোবর ২১, ২০১৯
ডেক্স রিপোর্টঃ কুলাউড়া-মৌলভীবাজার সড়কের লোহাইউনি চা-বাগান এলাকায় রোববার রাতে চলন্ত বাস গাড়ীর ছাদ থেকে পড়ে গিয়ে বিন্দু দেব (২৬) নামে এক বাস চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা কুলাউড়াগামী যাত্রীবাহী বাস (নং সিলেট জ ০০৫২) গাড়ীতে টেংরা বাজার থেকে অপর বাসচালক বিন্দু দেব আরোহন করে গাড়ীর ছাদে বসে। পথিমধ্যে লোহাইউনি চা-বাগান এলাকা অতিক্রমকালে বিন্দু দেব চলন্ত গাড়ীর ছাদ থেকে নিচে রাস্তায় ছিটকে পড়ে। খবর পেয়ে কুলাউড়া ফায়ার ব্রিগেডের উদ্ধারকারী দল রাত ১১ টার দিকে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় বিন্দু দেবকে উদ্ধার করে কুলাউড়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করেন। সিলেট হাসপাতালে পৌছার পর রাত ১ টার দিকে চালক বিন্দু দেব মারা যায়। নিহত বিন্দু দেব উপজেলার কাদিপুর ইউনিয়নের উত্তর কৌলা গ্রামের গোপাল দেবের ছেলে বলে জানা গেছে।