প্রকাশিত: অক্টোবর ১৯, ২০১৯
ডেক্স রিপোর্টঃ সিলেট মেট্রোপলিটন পুলিশের সিলেট কোতয়ালী মডেল থানার সহকারী পুলিশ কমিশনার পদে নির্মল চক্রবর্তী শনিবার তার নুতন কর্মস্থলে যোগদান করেছেন। ইতিপুর্বে তিনি দক্ষিণ সুরমা থানার সহকারী পুলিশ কমিশনারের দায়িত্বে কর্মরত থাকাবস্থায় গত বুধবার সিলেট কোতয়ালী মডেল থানায় বদলী হন।
এসি নির্মল চক্রবর্তী ১৯৮৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করে ১৯৯০ সালে এসআই পদে চট্টগ্রাম পুলিশে যোগদান করে বিভিন্ন সময়ে ব্রাহ্মনবাড়ীয়া,কুমিল্লা ও মৌলভীবাজার জেলার কুলাউড়া থানায় দায়িত্ব পালনকালে ২০০৬ সালে ওসি পদে পদোন্নতি পেয়ে মৌলভীবাজার,হবিগঞ্জ ও সিলেট জেলার বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১৬ সালে সহকারী পুলিশ কমিশনার পদে তার পদোন্নতি হয়। সুনামগঞ্জ জেলার সদর থানার নুতনপাড়া নিবাসী নির্মলেন্দু চক্রবর্তী বিবাহিত জীবনে ২ মেয়ে ও ১ ছেলে সন্তানের জনক।